রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
বিশ্বনেতাদের আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলের হামলা, নিহত ৮৫ দুর্গাপূজার আগে কলকাতায় শোকের মাতম, বৃষ্টিতে প্রাণ গেল ১২ জনের নৌকা স্থগিত রেখে ১১৫ প্রতীকের তালিকা প্রকাশ ইসির বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা সাবেক সংসদ সদস্য কবিরুল হক গুলশান থেকে গ্রেপ্তার মার্কিন কোম্পানিকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টা লড়াইটাও করতে পারলো না বাংলাদেশ, ফাইনালে ভারত ঢাকা-চট্টগ্রাম বিমানবন্দর উন্নয়নে ব্যয় বাড়লো ২৯১ কোটি ৭২ লাখ টাকা হাতে সময় নিয়ে বের হতে এইচএসসি-বিসিএস পরীক্ষার্থীদের প্রতি আহ্বান ডিএমপির জুলাই গণ-অভ্যুত্থানের সকল শক্তির ঐক্য অটুট রাখতে হবে

নৌকা স্থগিত রেখে ১১৫ প্রতীকের তালিকা প্রকাশ ইসির

নৌকা প্রতীক স্থগিত রেখে ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই তালিকায় নেই শাপলা প্রতীকও।

 

 

বুধবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

 

প্রজ্ঞাপনে জানানো হয়, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ (প্রেসিডেন্স অর্ডার নং ১৫৫ অব ১৯৭২) এর আর্টিকেল ৯৪ এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এ এই সংশোধনী এনেছে নির্বাচন কমিশন। তালিকায় নৌকা স্থগিত রেখে দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করা হয়েছে। তবে প্রকাশিত তালিকায় শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করা হয়নি।

 

নির্বাচন কমিশনের প্রকাশিত প্রতীকের মধ্যে রয়েছে, আপেল, আনারস, কোদাল, টেবিল ঘড়ি, ফ্রিজ, মোড়া, খাট, ট্রাক, বক, মোরগ, আম, খেজুর গাছ, টেলিফোন, বাঘ, আলমিরা, রকেট, গরুর গাড়ি, টেলিভিশন, বই, ঈগল, রিকশা, গাভী, ডাব, বটগাছ, লাউ, উটপাখি, গামছা, ঢেঁকি, বাঁশি, লিচু, উদীয়মান সূর্য, গোলাপ ফুল, তবলা, বেঞ্চ, লাঙ্গল, একতারা, ঘণ্টা, তরমুজ, বেগুন, শঙ্খ, কাঁচি, ঘুড়ি, তারা, বাইসাইকেল, সোনালী আঁশ, কবুতর, ঘোড়া, থালা, বালতি ও সেলাই মেশিন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com