বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন

সিলেটের ডাউকি স্থলবন্দরে ইমিগ্রেশন বন্ধ

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধন বিলের প্রতিবাদে বিক্ষোভ, সহিংসতা ও কারফিউ জারির পর বাংলাদেশ-ভারতের ডাউকি সীমান্ত দিয়ে আসা-যাওয়া বন্ধ করে দিয়েছে ভারতীয় ইমিগ্রেশন বিভাগ।

শুক্রবার সকালে বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে যেতে চাইলে ভ্রমণকারীদের ফেরত পাঠানো হয়। আবার ভারত থেকেও কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

বিষয়টি নিশ্চিত করেছেন ইমিগ্রেশন ল্যান্ড অ্যান্ড সি পোর্টের এসপি মো. মনিরুজ্জামান।

তিনি জানান, প্রতিদিনের মতো শুক্রবার গোয়াইনঘাট উপজেলার তামাবিল বর্ডারে ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছিল। বাংলাদেশ থেকে ইমিগ্রেশন শেষে বেশ কয়েকজন ভ্রমণকারী ভারতে প্রবেশ করলে সেখান থেকে তাদের ফেরত পাঠানো হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতে ভ্রমণকারীদের বাংলাদেশ ইমিগ্রেশন বাতিল করেন তারা। তবে ভারত আগে থেকে বিষয়টি বাংলাদেশ ইমিগ্রেশনকে অবহিত করেনি বলে জানান তিনি।

এদিকে তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) পার্থ ঘোষ জানান, দু’দেশের মধ্যে পণ্য পরিবহন স্বাভাবিক রয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com