শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৬:২৮ অপরাহ্ন

ঈদ অর্থনীতির আকার বাড়ছে

ঈদের চিরায়ত আকর্ষণ গ্রামেই বেশি। এ জন্য নাড়ির টানে ছুটে চলা। হোক না তা শত ঝক্কি-ঝামেলার। স্বজনের সঙ্গে ঈদুল ফিতর উদযাপনে বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে ভিড় বেড়েছে ঘরমুখো মানুষের। ট্রেনে আপাতত নির্বিঘ্ন যাত্রা হলেও চাপ মহাসড়কে, গাড়ি চলছে ধীরগতিতে। রাজধানী ক্রমশ হচ্ছে ফাঁকা। যাওয়ার আগে সবাই সারছেন কেনাকাটা।

জুতা থেকে চুড়ি-ফিতা, সেমাই থেকে গহনা, ফুটপাত থেকে অভিজাত– সব ধরনের মার্কেটে এখন উপচে পড়া ভিড়। যে যার সামর্থ্য অনুযায়ী করছেন কেনাকাটা। ফলে উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও ঈদ অর্থনীতির আকার বড় হচ্ছে বলে মনে করছেনসংশ্লিষ্টরা। যদিও দৈনন্দিন চাহিদা মিটিয়ে নিম্ন আয়ের মানুষের কাছে ঈদের কেনাকাটা এবারও ‘বিলাসিতা’।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com