বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০৮:১৭ পূর্বাহ্ন
মেহজাবিন-কামালের প্রেম পরিণতি লাভ করে ২০১৯ এর ফেব্রুয়ারিতে। চাঁদপুরের এই যুগল ভালবেসে বিয়ে করলেও মহাপ্রাচীর হিসেবে আবির্ভূত হন মেয়ের মা। মামলা ঠুকে দিলে স্বামী-স্ত্রী দুজনকেই গ্রেপ্তার করে পুলিশ। কামালকে কারাগারে আর মেহজাবিনকে পাঠানো হয় টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে। সেখানেই কন্যা সন্তানের মা হন মেহজাবিন। তিন মাস আগে কিশোর উন্নয়ন কেন্দ্রে কন্যা কাইফাকে জন্ম দেন মেহজাবিন। অবশেষে তিন মাস বয়সী কাইফা’র বদৌলতে দুপুরে উচ্চ আদালতের নির্দেশে, ফের এক হওয়ার সুযোগ পেয়েছেন মা-বাবা।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে মা-মেয়েকে উচ্চ আদালতে হাজির করে পুলিশ। এসএসসি পরীক্ষার্থী মেহজাবিনের কাছে আদালত জানতে চায়, তিনি স্বামীর বাড়িতে থাকবেন না বাবার বাড়িতে? জবাবে স্বামীর কাছে থাকার কথা জানালে অনুমতি দেন আদালত।