শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন

পালটে যাচ্ছে আরজেএসসি, কার্যকর হচ্ছে একক পদ্ধতিতে কোম্পানির নিবন্ধন

গত ২১ জানুয়ারি আরজেএসসি নিবন্ধক মকবুল হোসেন স্বাক্ষরিত একক পদ্ধতিতে নিবন্ধন সংক্রান্ত একটি পরিপত্রে বলা হয়, আগে নিবন্ধন প্রক্রিয়ায় নামের ছাড়পত্র গ্রহণ, নিবন্ধনের আবেদন ও ফিস প্রদান আলাদা আলাদাভাবে সম্পন্ন হতো। এর পরিবর্তে এবার একক পদ্ধতিতে আরজেএসসির অনলাইন সিস্টেমে ফরম পূরণের মাধ্যমে ধাপে ধাপে সহজেই কাজ সম্পন্ন করা যাবে।

এমন ডিজিটাল ব্যবস্থার আওতায় আনায় দালাল ও মধ্যসত্বভোগীদের তৎপরতা থাকবে না বলে মনে করছেন সেবাগ্রহীতারা। এর মাধ্যমে ব্যবসার সহজীকরণ, সম্প্রসারণ ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে আরজেএসসি আরো এক ধাপ এগিয়েছে বলে মনে করছেন তারা।

উল্লেখ্য, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয় (আরজেএসসি) বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে একটি প্রতিষ্ঠান। আরজেএসসি বিভিন্ন প্রতিষ্ঠানের নিবন্ধন প্রদান এবং প্রযোজ্য আইনের বিধি মোতাবেক পরিচালনা নিশ্চিত করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com