শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৪৩ পূর্বাহ্ন

বগুড়ায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ কার্যক্রম উদ্বোধন

জেলার সারিয়াকান্দি উপজেলায় আজ ২০২১-২২ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় বোরো হাইব্রিড ধান চাষাবাদে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার বিকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সারিয়াকান্দি উপজেলা কার্যালয়ের আয়োজনে কুতুবপুরে এ উপলক্ষে এক আলোচনাসভা ও চারা রোপণ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি মমতাজুর রহমান মন্ডল, সাংগঠনিক সম্পাদক আনছার আলী মাস্টার, কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম দুখু, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউল রহমান মিটু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com