শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:১৬ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বেশ কয়েকটি নির্বাচন বোর্ড এবং ক্যালিফোর্নিয়ার অন্তত দুটি কাউন্টির নির্বাচন দপ্তরে শুক্রবার বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে বলে অঙ্গরাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে। তবে সবাই নিরাপদ আছেন এবং আইন প্রয়োগকারী কর্মকর্তারা তদন্ত করছেন বলে জানিয়েছে তারা। মেরিল্যান্ডে যখন হুমকি আসে তখন নির্বাচনী কর্মকর্তারা ডাক যোগে আসা ভোট গণনা করছিলেন। খবর বিডিনিউজের।
অঙ্গরাজ্যটির নির্বাচন বিষয়ক প্রশাসক জ্যারেড ডিম্যারিনিস জানান, হুমকি পাওয়ার পর সবাইকে সরিয়ে নিয়ে কিছু ভবন খালি করে ফেলা হয়। তিনি এই হুমকিকে কাপুরুষোচিত বলে অভিহিত করে জানান, স্থানীয় কর্মকর্তারা শনিবার থেকে আবার গণনা শুরু করবেন।
সামাজিক মাধ্যম এক্স–এ করা এক পোস্টে পুলিশ বলেছে, বাল্টিমোর কাউন্টি নির্বাচন দপ্তরগুলোর বোর্ড ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পেয়েছে এ বিষয়ে বাল্টিমোর কাউন্টি পুলিশ বিভাগ জ্ঞাত আছে এবং ঘটনাটি নিয়ে তদন্ত করছে।