শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:২০ অপরাহ্ন

রামগতিতে দুই জেলের অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রামগতিতে অবৈধ বেহুন্দি জাল দিয়ে নদীতে মাছ ধরার দায়ে দুই জেলেকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মোমিনের আদালত এ দণ্ড দেন। এর আগে সন্ধ্যার দিকে মেঘনার নদীর চর আবদুল্লাহ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে বড়খেরী নৌ-পুলিশ। এ সময় ২টি বেহুন্দি জাল জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হচ্ছেন- উপজেলার চর আলগী এলাকার মো. বেলালের ছেলে মো. আবদুল হান্নান (২৫) ও আব্দুল মন্নানের ছেলে মো. জমির (৩৫)। পরে জব্দকৃত জাল রামগতি মাছঘাট এলাকায় পুড়িয়ে ফেলা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মোমিন, সহকারী কমিশনার (ভূমি) সুচিত্র রঞ্জন দাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, সহকারী মৎস্য কর্মকর্তা মো. কামাল হোসেন ও বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাহাঙ্গীর।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, অবৈধ বেহুন্দি জাল দিয়ে মেঘনায় মাছ ধরার দায়ে দুই জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এই রায় দেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com