শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন

যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত বেড়ে ৩

আন্তর্জাতিক ডেস্ক, নগরকন্ঠ.কম : যুক্তরাজ্যে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত আরো এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশটিতে তিনজন রোগী শনাক্ত হলো। ইংল্যান্ডের প্রধান মেডিক্যাল কর্মকর্তা প্রফেসর ক্রিস হুইটি বিষয়টি জানিয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তিকে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সংস্থার (এনএইচএস) চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে।

অধ্যাপক ক্রিস হুইটি বলেছেন, ‘ভাইরাসের আরও সম্ভাব্য বিস্তার রোধে শক্তিশালী সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহার করেছি আমরা। আক্রান্তদের জন্য সর্বোচ্চ সেবা এবং এর বিস্তার রোধে জরুরি পদক্ষেপ নিয়েছি।’

যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত অন্য দুই রোগীর উভয় চীনা নাগরিক। তাদের রয়্যাল ভিক্টোরিয়া ইনফার্মারি সংক্রামক রোগ কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে এখন পর্যন্ত ৫৬৫ জন মারা গেছেন। এদের মধ্যে অধিকাংশ চীনের নাগরিক। আর এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ২৫৬ জন।

চীনে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করার পর উৎপত্তিস্থল উহান থেকে যুক্তরাজ্যের ৮৩ নাগরিককে জরুরি ভিত্তিতে দেশে নেয়া হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com