শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:১৬ অপরাহ্ন

ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন আজ (২২ জুলাই) বৃহস্পতিবারও দেশের বিভিন্ন স্থানে চলছে পশু কোরবানি।

সকাল থেকে রাজধানীর দক্ষিণ বনশ্রী, মাদারটেক, বাসাবো, খিলগাঁও, গোড়ান, মালিবাগ ও পূর্ব রামপুরা এলাকা ঘুরে কিছু কিছু জায়গায় গরু ও ছাগল কোরবানি দিতে দেখা গেছে। এসব এলাকার পাড়া-মহল্লায় চলছে এসব পশু কোরবানি।

কসাই না পাওয়া ও বিভিন্ন সমস্যার কারণে ঈদের দিনে যারা পশু কোরবানি দিতে পারেননি তারাই দ্বিতীয় দিনটিকে বেছে নিয়েছেন পশু কোরবানির জন্য। এছাড়া পারিবারিক ঐতিহ্য রক্ষার কারণেও আজ কোরবানি দিচ্ছেন অনেকে। কেউ আবার ঈদের দিনের ঝামেলা এড়াতেই আজ কোরবানি দিচ্ছেন।

ঈদের দিন পশু কোরবানির রীতি থাকলেও দ্বিতীয় ও তৃতীয় দিনেও অনেকেই পশু কোরবানি দিয়ে থাকেন। তবে তা ঈদের দিনের তুলনায় অনেক কম।

এদিকে, আজ বৃহস্পতিবার যারা পশু কোরবানি দিচ্ছেন তাঁদের অনেকেই নিজ দায়িত্বে বর্জ্য অপসারণ করছেন। তবে আজও বর্জ্য অপসারণের কাজ করছেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com