বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন

ইতালিকে হারিয়ে ছোটদের বিশ্বকাপ জিতলো উরুগুয়ে

ইতালিকে উড়িয়ে চ্যাম্পিয়নের স্বাদ পেল উরুগুয়ে। এর আগে দুইবার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে খেললেও খালি হাতে ফিরতে হয়েছিল তাদের। আজ ভোররাতে ইতালিকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টের শিরোপা জিতল তারা।

আর্জেন্টিনার ডিয়াগো ম্যারাডোনা স্টেডিয়ামে দুই দলই একে অপরকে বিন্দুমাত্র ছাড় দিচ্ছিল না। প্রথমার্ধের পর নির্ধারিত সময়ও যখন গোলশূন্য ড্রয়ে শেষ হতে যাচ্ছিল ঠিক তখনই উরুগুয়েকে আনন্দে ভাসান লুসিয়ানো রদ্রিগেজ। ৮৬ মিনিটে জয়সূচক গোলটি করেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

রদ্রিগেজের গোলেই প্রথমবারের মতো ছোটদের বিশ্বকাপ জিতল উরুগুয়ে। এর আগে ১৯৯৭ ও ২০১৩ সালের ফাইনালে উঠলেও শিরোপার স্বাদ পাওয়া হয়নি তাদের। বড়দের বিশ্বকাপে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের যুব বিশ্বকাপের শিরোপা জয়ের মধ্যে দিয়ে লাতিন আমেরিকা মহাদেশের দীর্ঘ শিরোপা খরাও ঘুচেছে।

এক যুগ পর যুব বিশ্বকাপ জিতল লাতিন আমেরিকার কোনো দেশ। সর্বশেষ ২০১১ সালে জিতেছিল ব্রাজিল। দুই বছর পর পর হওয়া এই টুর্নামেন্টে এবার সেই আক্ষেপ ঘুচাল উরুগুয়ে। অন্যদিকে পরাজিত হওয়া ইতালির চ্যাম্পিয়ন হওয়ার আশা আরও দীর্ঘায়িত হলো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com