শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৬:০৮ পূর্বাহ্ন

প্রচণ্ড বিস্ফোরণে চীনে ৩১ জন নিহত

সাধারণত চীনের মানুষ রাতে রেস্তোরাঁয় খেতে পছন্দ করে। সবাই যখন রাতের খাবার গ্রহণে ব্যস্ত তখনি তরল পেট্রোলিয়াম গ্যাস ট্যাংক লিক হওয়ার কারণে প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠে পুরো রেস্তোরাঁ। এ সময় চারদিকে আগুন ধরে যায়। সবাই যে যার মত বাঁচার জন্য ছুটাছুটি করতে থাকে। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। এতে ঘটনাস্থলের বহু হতাহতের ঘটনা ঘটে।

জানা যায়, চীনের উত্তর-পশ্চিম নিংজিয়া অঞ্চলে একটি বারবিকিউ রেস্তোরাঁয় গ্যাস বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত নিহত হয়েছের ৩১ জন। এ ঘটনায় আরো সাতজন চিকিৎসাধীন রয়েছে। বুধবার (২১ জুন) রাতে নিংজিয়া অঞ্চলের ইনচুয়ানে এ ঘটনা ঘটে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, এ ঘটনার পর প্রেসিডেন্ট শি জিনপিং সংশ্লিষ্ট স্থানগুলোতে কঠোর নিরাপত্তা পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন।

বিস্ফোরণটি তরল পেট্রোলিয়াম গ্যাস ট্যাংক লিক হওয়ার কারণে হয়েছে বলেও সিনহুয়ার খবরে বলা হয়।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট শি আহতদের চিকিৎসার জন্য সর্বাত্মক পদক্ষেপ নিতে বলেছেন।

নিরাপত্তা-সংক্রান্ত ব্যবস্থাপনার উন্নতির জন্য বছরের পর বছর চেষ্টা করা সত্ত্বেও গ্যাস ও রাসায়নিক বিস্ফোরণের কারণে চীনে এ ধরনের দুর্ঘটনা অস্বাভাবিক নয়। ২০১৫ সালে উত্তরের বন্দর শহর তিয়ানজিনে ধারাবাহিক বিস্ফোরণে ১৭৩ জন নিহত হয়েছিল। সূত্র : রয়টার্স

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com