সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০২:৫২ অপরাহ্ন
বাবা দিবসে রাজ জানিয়েছেন যে তিনি বাবা হতে চান। কারন তিনি চান ইউভানের একটা ভাই কিংবা বোন আসুন। তাতে তার জন্য সুবিধা হবে। অন্যদিকে তারও ভালো লাগবে। কারণ ২ জন থাকলে ঘর জমজমাট থাকবে। আবার অভিনেত্রী শুভশ্রীর ইচ্ছে তিনি আবার সন্তানের মা হবেন। নতুন একজন অতিথী আসুক এটা তাদের পরিবারের সবার চাওয়া। সেই চাওয়ার ইঙ্গিত দিলেন পরিচালক রাজ।
আবারও মা হতে যাচ্ছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ২০২০ সালের সেপ্টেম্বরে ছেলে ইউভানের জন্ম দেন তিনি। তিন বছর পর আসতে চলেছে নতুন অতিথি। সম্প্রতি সকলের সঙ্গে ভাগ করে নিলেন এই সুখবর।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে খবরটি জানান এই অভিনেত্রী। ছেলে ইউভানের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে শুভশ্রী লিখেছেন ‘ইউভান বড় ভাই হতে যাচ্ছে।’ তারপর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন শুভশ্রী। অন্যদিকে শুভশ্রীর বর পরিচালক রাজ চক্রবর্তীও একই স্ট্যাটাস দিয়েছেন। তাতে নেটিজেনদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও শুভেচ্ছা জানাচ্ছেন।
কয়েকদিন আগে তিন থেকে চার হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন রাজ চক্রবর্তী। বলা যায়, শুভশ্রীর দ্বিতীয়বার মা হতে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন এই পরিচালক। বাবা দিবসে এক সাক্ষাৎকারে রাজ বলেছিলেন ‘আমরা চাই ইউভানের একটা ভাই বা বোন হোক।’