সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৬:৫৯ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলায় চারজন নিহত

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় সোমবার রাতে বেপরোয়া গুলিবর্ষণে ৪ জন নিহত ও অপর ৪ জন আহত হয়েছে। এটি ছিল দেশটির বন্দুক হামলার সর্বশেষ ঘটনা। পত্র পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে এ কথা বলা হয়।
ফিলাডেলফিয়া পুলিশের মুখপাত্র মিগুয়েল টোরেস এএফপি’কে নিশ্চিত করেছেন, বন্দুকধারীর হামালায় হতাহতের বেশ কয়েকজনহতে পারে তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত জানাননি। খবর এএফপি’র।
ফিলাডেলফিয়া এনকোয়ারার, সিএনএন ও অন্যান্য নিউজ আউটলেট গুলো জানিয়েছে, নগরীর পূর্বাঞ্চলের কিংসেসিং পাড়ায় গুলির ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
এনকোয়ারার জানায়, গুলিবিদ্ধদের মধ্যে অন্তত দুই কিশোর ছিল।
সংবাদপত্রটি বলেছে, পুলিশ বুলেট-প্রুফ ভেস্ট পরিহিত একজনকে আটক করেছে এবং একটি গলিতে একটি রাইফেল, একটি হ্যান্ডগান এবং গোলাবারুদের অতিরিক্ত ম্যাগজিন উদ্ধার করেছে।
সংবাদপত্রে বিভিন্ন স্থানে লোকজনকে গুলি করা হয়েছে উল্লেখ করে হতাহতের বিশদ বিবরণ তুলে ধরেছে।
আর্কাইভ অনুসারে আমেরিকায় এখন পর্যন্ত ৩৩৯টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com