বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১০:২৪ অপরাহ্ন
আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার রাজধানী কাবুলসহ দেশের সকল রাজ্যে নারীদের বিউটি পার্লার নিষিদ্ধ করেছে। দেশটির ভাইস অ্যান্ড ভার্চ্যু মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আফগানিস্তানের সম্প্রচারমাধ্যম টোলো নিউজ।
ভাইস অ্যান্ড ভার্চ্যু মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আকিফ মাহাজার বলেন, নতুন এক মৌখিক ডিক্রির মাধ্যমে রাজধানী কাবুলসহ সারাদেশের অন্যান্য প্রদেশে নারীদের বিউটি পার্লার নিষিদ্ধ করা হয়েছে। কাবুল পৌরসভাকে নতুন এ ডিক্রি অবিলম্বে কার্যকর করতে এবং বিউটি পার্লারগুলোর লাইসেন্স বাতিল করতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তালেবান সরকারের নতুন এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন পার্লারকর্মীরা। রায়হান মুবারিজ নামের একজন মেকআপ আর্টিস্ট টোলো নিউজকে বলেন, পুরুষেরা বেকার। তারা যখন পরিবারের দায়-দায়িত্ব নিতে পারছে না তখন নারীরা বাধ্য হয়ে জীবিকার প্রয়োজনে বিউটি স্যালুনে কাজ করছে। এ অবস্থায় সরকার যদি বিউটি পার্লার নিষিদ্ধ করে, তাহলে আমাদের আর কী করার আছে!
অন্য এক মেকআপ আর্টিস্ট নাম প্রকাশ না করার শর্তে বলেন, পরিবারের পুরুষদের চাকরি থাকলে আমরা বাড়ি থেকে বের হতাম না। আমরা যদি কাজ না করি, অনাহারে মরতে হবে। এখন আপনারাই বলুন, আমাদের কী করা উচিত। আপনারা কী চান আমরা মরে যাই?
এর আগে মেয়েদের স্কুল ও বিশ্ববিদ্যালয়ে যাওয়া, এনজিওতে কাজ করা, পার্ক, সিনেমা হল, বিনোদনকেন্দ্র ও অন্যান্য জনপরিসরে যাওয়া নিষিদ্ধ করেছে তালেবান।
কাবুলের বাসিন্দা আব্দুল খাবির বলেন, ‘সরকারের উচিত এর জন্য একটি কাঠামো তৈরি করা। কাঠামোটি এমন হওয়া উচিত যাতে ইসলাম বা দেশের কোনো ক্ষতি না হয়।’
আফগানিস্তানের মেয়ে ও নারীদের ওপর তালেবান সরকারের এসব নিষেধাজ্ঞা দেশে-বিদেশে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।