রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৯ অপরাহ্ন

শতভাগ নবায়নযোগ্য শক্তি ব্যবহার করবে টিএসএমসি

বর্তমানে বৈশ্বিক পর্যায়ে জলবায়ু পরিবর্তনকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ, প্রযুক্তি কোম্পানি কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি নবায়নযোগ্য শক্তি ব্যবহারে ঝুঁকছে। চিপ উৎপাদনকারীদের মধ্যে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) অন্যতম। ২০৪০ সালের মধ্যে কোম্পানিটি শতভাগ নবায়নযোগ্য শক্তি ব্যবহার ও শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

গিজচায়নায় প্রকাশিত খবরে বলা হয়, আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবসের প্রাক্কালে সংস্থাটি এ গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে। টিএসএমসি জানায়, কোম্পানিটি আরই১০০ সাসটেইনেবিলিটি প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত করবে। এটি একটি বৈশ্বিক উদ্যোগ। যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ কোম্পানি শতভাগ নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহারের বিষয়ে একমত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com