শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৭:১৭ পূর্বাহ্ন

নিশোর ‘দাগী’ : নায়িকা সেই তমা

নিশো নতুন দুটি সিনেমার সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন গেল মে মাসে। সিনেমা দুটির প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট তখন এর বাইরে আর কোন তথ্য প্রকাশ করেনি।

তখনই এনটিভি অনলাইন প্রথম জানিয়েছিল, আফরান নিশো নতুন দুটি সিনেমা পরিচালকের নাম। একই সঙ্গে এটাও জানিয়েছিল একটি সিনেমায় নিশোর নায়িকা হচ্ছে তমা মির্জা।

নতুন খবর হচ্ছে, নিশোকে নিয়ে ‘অসিয়ত’ রায়হান রাফী নির্মাণ না করায়; ‘দাগী’ শিরোনামে নতুন সিনেমাটি পরিচালনা করছেন ‘ছুঁয়ে দিলে মন’ খ্যাত নির্মাতা শিহাব শাহীন।

সিনেমা সংশ্লিষ্ট সূত্রে এনটিভি অনলাইনের কাছে খবর, ‘দাগী’ সিনেমায় নিশোর নায়িকা হচ্ছেন তমা মির্জা। এর ফলে ‘সুড়ঙ্গ’ সিনেমার পর ফের একসঙ্গে হাজির হচ্ছেন নায়ক-নায়িকা। খুব দ্রুতই আসছে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা। তমা ছাড়াও আরও এক নায়িকাকে দেখা যাবে এই সিনেমায়, শুট শুরু হবে ডিসেম্বরে।

গুঞ্জন আছে, চাঁদপুরের মদনা গ্রামের ছিঁচকে চোর রসু খাঁ ভালোবাসায় পরাস্ত হয়ে এক সময় সিরিয়াল কিলারে পরিণত হয়। সেই গল্প নিয়ে ‘দাগী’ সিনেমার গল্প। যে গল্পে আগে নিশোকে নিয়ে ওয়েব সিরিজ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছিলেন নির্মাতা শিহাব শাহীন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com