বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক, নগরকন্ঠ.কম : এসএ গেমস ফুটবলের তৃতীয় ম্যাচে এসে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে প্রতিযোগিতায় টিকে থাকল লাল-সবুজ জার্সিধারীরা।
প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে ১-০ গোলে হারা বাংলাদেশ পরের ম্যাচ ১-১ গোলে ড্র করে মালদ্বীপের সঙ্গে।
লঙ্কানদের হারানোর পর মিশন এবার স্বাগতিক নেপাল। ফাইনাল খেলতে হলে রবিবার ওই ম্যাচটি তো জিততে হবেই, সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলের দিকে।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলেছে বাংলাদেশ। নাবীব নেওয়াজ জীবনের জায়গায় একাদশে সুযোগ পাওয়া মাহবুবুর রহমান সুফিল চমক দেখান শুরুতেই। দশম মিনিটে তার দেয়া গোলেই এসএ গেমস ফুটবলে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ।
নগরকন্ঠ.কম/এআর