বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বাংলাদেশের তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নওকি ইতো পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মন্ত্রী এই আহ্বান জানান।
জাপানের রাষ্ট্রদূত হিসেবে যোগদানের পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরচিয়পত্র উপস্থাপনের পরে এটি পররাষ্ট্রমন্ত্রীর সাথে রাষ্ট্রদূতের প্রথম সৌজন্য সাক্ষাৎ। বৈঠকে উভয়ে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে আলাপ করেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন জাপান কর্তৃক ‘দক্ষ কর্মী’ নিয়োগের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য নবনিযুক্ত রাষ্ট্রদূতের মাধ্যমে জাপান সরকারকে ধন্যবাদ জানান।
মন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ বিভিন্ন স্থানে উচ্চমানের হাইটেক-পার্ক স্থাপন ও উচ্চ প্রযুক্তি উত্পাদনের মাধ্যমে ডিজিটাল অর্থনীতির দিকে এগিয়ে চলেছে। বর্তমানে প্রায় সকল হাইটেক-পার্ক অবকাঠামোগত ভাবে বিনিয়োগের জন্য প্রস্তুত। এসব খাতে জাপান সরকারকে বিনিয়োগের আহ্বান জানান মন্ত্রী।
ড. একে আব্দুল মোমেন এ সময় রোহিঙ্গা সমস্যা সমাধানে জাপানকে সহযোগীতা অব্যাহত রাখারও অনুরোধ জানান।
রাষ্ট্রদূত রোহিঙ্গাদের জন্য জাপানি মানবিক সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছা-প্রত্যাবাসন এবং তাদের পুনর্বাসনের জন্য বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখারও ঘোষণা দেন।
নগরকন্ঠ.কম/এআর