বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজশাহীতে দুর্ঘটনা থেকে রক্ষা পেলো পাবনা এক্সপ্রেস ট্রেন। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় ট্রেনটি রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন হয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনে যাচ্ছিল। এ সময় রেললাইন ভাঙা দেখে গেটম্যান রাজু আহম্মেদ লাল কাপড় উড়িয়ে ট্রেনটি থামিয়ে দেন। পরে আধা ঘণ্টার মধ্যে লাইনটি মেরামত করলে ট্রেনটি ছেড়ে যায়।
রাজশাহী স্টেশন ম্যানেজার আব্দুল করিম জানান, বিশ্ববিদ্যালয় স্টেশনের পাশে রেললাইন ভাঙা দেখে এক ব্যক্তি স্থানীয় গেটম্যানকে জানান। এ সময় ওই ট্রেনটি রাজশাহীর দিকে আসছিল। পরে গেটম্যান দ্রুত লাল কাপড় উঠিয়ে ট্রেনটি থামিয়ে দেন। মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
আব্দুল করিম আরও জানান, সকাল ৯টার দিকে রহনপুরগামী শটল ট্রেন অতিক্রমের সময় সেটি ভেঙে যেতে পারে।
নগরকন্ঠ.কম/এআর