বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন

‘নাচের জন্য অভিনয়ও ছেড়ে দিতে পারি :শ্রদ্ধা কাপুর

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : শ্রদ্ধা কাপুর এখন বলিউডের হিট নায়িকাদের একজন। বাবা শক্তি কাপুর হলেও নিজের ক্যারিয়ারের অবস্থানটা নিজেই তৈরি করেছেন শ্রদ্ধা। শুরুটা বড় পরিসরে না হলেও বক্স অফিসে কয়েকশ’ কোটি টাকার ব্যবসা করা সিনেমা এখন তার ঝুলিতে। শেষবার ‘সাহো’ সিনেমায় অভিনয় দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। এরপর নিজেকে আবারো নতুন করে উপস্থাপন করতে যাচ্ছেন শ্রদ্ধা। তার পরবর্তী সিনেমা ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’। বৃহস্পতিবার এ সিনেমার ফার্স্টলুক প্রকাশিত হয়েছে। পোস্টারে দেখা যায়, ঝলমলে ব্যাকগ্রাউন্টে কালো রঙের শর্টসের সঙ্গে টপস পরেছেন শ্রদ্ধা। এই সিনেমায় শ্রদ্ধা বিপরীতে রয়েছেন বরুণ ধাওয়ান। তিনি টুইটারে পোস্টারটি পোস্ট করে লিখেছেন, ‘মেয়েটি হূদয় ভঙ্গকারী।’

শ্রদ্ধা কাপুর সিনেমাটি প্রসঙ্গে বলেন, ‘এই সিনেমাটি করতে গিয়ে সাইনা নেহওয়ালের বায়োপিকটি করতে পারিনি। স্ট্রিট ড্যান্সার থ্রিডি সিনেমাটি করতে চেয়েছিলাম। কারণ নাচ আমি খুব পছন্দ করি। এমন হতে পারে নাচের জন্য অভিনয়ও ছেড়ে দিতে পারি। তবে আশঙ্কার কোনো কারণ নেই। কারণ আমি খুব ভালো ড্যান্স করতে পারি না। তাই এই রিস্কটা হয়তো নেবো না!’

উল্লেখ্য, ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমাটি পরিচালনা করছেন রেমো ডি’সুজা। আগামী ২৪ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা আছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com