বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, নগরকন্ঠ.কম : নাগরিকত্ব বিলের (সিএবি) প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। জায়গায় জায়গায় রেল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন জনতা। এই পরিস্থিতিতে রাজ্যের মানুষকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ-আন্দোলন করার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, ‘বাংলায় কোনও নাগরিকত্ব আইন বা এনআরসি প্রয়োগ হবে না। কারণ আমরা এখানে সরকারে রয়েছি। কেন্দ্র একটি আইন পাস করতেই পারে তবে তার বাস্তবায়ন নির্ভর করছে রাজ্য সরকারের উপর। আমরা ইতোমধ্যেই বলেছি যে আমরা এটির প্রয়োগ করতে দেবো না। সুতরাং আপনারা আশ্বস্ত থাকুন, ভাল থাকুন, চিন্তা করবেন না।’
পাশাপাশি নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যারা প্রতিবাদ করছেন তাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘দয়া করে রাস্তা আটকাবেন না। আইন নিজের হাতে নেবেন না। কারণ এতে সাধারণ মানুষ ভুক্তভোগী হয়। আমরা এটা চাই না। আসুন আমরা একত্রিত হয়ে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে ক্যাব এবং এনআরসির বিরোধিতা করি। আমাদের মধ্যে কোনও মতপার্থক্য হওয়া উচিত নয় নয়।’
এদিকে মমতাকে উদ্দেশ্য করে রাজ্যপাল জগদীপ ধনখড়ও বলেন, মুখ্যমন্ত্রীর উচিত সংবিধানের প্রতি বিশ্বাস ও আনুগত্য বজায় রাখা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, শনিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালগোলা রেল স্টেশনে পাঁচটি ট্রেনে আগুন জ্বালিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। হাওড়া রেলস্টেশন ও এর আশেপাশে কয়েকশো মানুষ রাস্তা অবরোধ করে রেল স্টেশন আগুন ধরিয়ে দেয়।
নগরকন্ঠ.কম/এআর