শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ১১:০৮ অপরাহ্ন
মহামারিতে এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের হাল কেমন হয়েছে? ঠিক কোথায় কোথায় জীবন পাল্টে গিয়েছে? এই পরিবারের মানুষগুলোর জীবনে কী বিষয় সংযোজন হয়েছে নতুন করে? কোন নতুন স্বপ্নের সন্ধানে তারা? এই নিয়েই কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন হিন্দি ছবি ‘মনোহর পাণ্ডে’।
বুধবার তার শ্যুটিং শুরু হল টলিপাড়ায়। করোনা এসে বদলে দিয়েছে অনেক কিছু। সেই অনেক কিছুর মধ্যে আছে প্রেমও। সাধারণ মধ্যবিত্ত স্বামী-স্ত্রীর জীবনে বিবাহবহির্ভূত প্রেম এসে হাজির হয় এই মহামারির কারণেই।
এমনই একটা গল্পকে বেছে নিয়েছেন কৌশিক। ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন সৌরভ শুক্ল, সুপ্রিয়া পাঠক কপূর, রঘুবীর যাদব। ছবির সঙ্গীত পরিচালনায় জিৎ গঙ্গোপাধ্যায়।