মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৮:১৮ অপরাহ্ন
হিলটনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার সহশিল্পী গায়ক এরিক বার্ডন ইনস্টাগ্রামে লিখেছেন, তুমি শুধু গিটার বাজাওনি, তুমি এর মধ্যে জীবন খুঁজে পেয়েছিলে! হিলটনের চলে যাওয়ার খবরে ব্যথাতুর হয়ে পড়েছি। আমরা একসঙ্গে রোমাঞ্চকর সময় কাটিয়েছি।
রক ইন পিস খ্যাত হিলটন ভ্যালেন্টাইন ১৯৪৩ সালের ২১ মে ব্রিটেনের নর্থ শিল্ডে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৬৩ সালে গায়ক এরিক বার্ডন, চাস চ্যান্ডলার, অরগানিস্ট অ্যালান প্রাইস ও ড্রামার জন স্টিলের সঙ্গে মিলে গড়ে তুলেছিলেন অ্যানিমলস ব্যান্ড।