রবিবার, ১৮ এপ্রিল ২০২১, ১২:০১ পূর্বাহ্ন
মঙ্গলবার জনি হকের গ্রন্থনা ও সঞ্চালনায় ‘ইত্তেফাক অনলাইনের ‘টুনাইট শো’ লাইভে হাজির হন ‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকের পরিচালক মুহম্মাদ মুস্তফা কামাল, অভিনেতা শামীম হাসান সরকার, এমএনইউ রাজু ও অভিনেত্রী সারিকা সাবাহ। এ সময় তারা এই নাটকের বিভিন্ন বিষয় শেয়ার করেন।
অনেকটা মজা করে শামীম হাসান সরকার বলেন, ফ্যামিলি ক্রাইসিস সেটে আমারা কোন মেয়ের গিফট পাইনি। মেয়েরা মেয়েরাই গিফট আদান-প্রদান করতো। আমাকে যদি গিফট করে থাকে তাহলে রাজ ভাই করেছে।
শামীম হাসান সরকারের কথায়, ‘ব্যক্তিগত জীবনে আমি ১৩/১৪ টির মতো সিরিয়াল করেছি। কিন্তু আমার নিজের ফ্যামিলি মেম্বার, আমার চাচা-চাচী, খালা-খালু এই ‘ফ্যামিলি ক্রাইসিস’ দেখে তারা আমাকে প্রথম ফিডব্যাক দেয় যে তারা এটার দর্শক। এবং আমার আব্বার কোর্সমেটরাও আমাকে ফিডব্যাক দিয়েছে। অর্থাৎ সিনিয়ার সিটিজেনরা এই নাটকের ফিডব্যাক আমাকে দিয়েছে। এবং কুয়ালালামপুরে রাস্তায় গিয়েও আমাকে উত্তর দিতে হয়েছে ‘ঝুমুরকে বিয়ে করবো কবো?’ সুতরাং এই নটকটি ক্যারিয়ারে মেরুদণ্ড হয়ে থাকবে। বিষয়টি অনেক মিস করবো।’