মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৬:৫২ অপরাহ্ন
ঢাকার তিন ভ্যেনুতে চলছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। সপ্তাহব্যাপী আয়োজিত উৎসবে ৩৭ দেশের ১৭৯টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। প্রতিবারের মতো এবারো উৎসবের আকর্ষনীয় বিভাগ হিসেবে থাকছে বাংলাদেশী শিশুদের নির্মিত সিনেমা প্রতিযোগিতা বিভাগ।
গত ৩০ জানুয়ারী শুরু হয় আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের ১৪তম আসর। চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের আয়োজনে শুরু হওয়া এই উৎসবের সব প্রদর্শনী শিশু কিশোর অভিভাবক সবার জন্য উন্মুক্ত। মুখে মাস্ক থাকলেই সেটি প্রদর্শনীর টিকিট হিসেবে গণ্য করছেন বলে জানান আয়োজকরা।