রবিবার, ১৮ এপ্রিল ২০২১, ১২:৩০ পূর্বাহ্ন
দু’বছর হয়ে গেল প্রিয়ঙ্কা-নিকের বিয়ের। তাঁদের দৈনন্দিন দাম্পত্য জীবন ও প্রেম-পীরিতির নিদর্শন নেটমাধ্যমে জ্বল জ্বল করে। আন্তর্জাতিক হোক বা জাতীয়, একাধিক সংবাদমাধ্যমে প্রিয়ঙ্কা চোপড়া তাঁদের প্রেম নিয়ে কথা বলেছেন। এ বারের কথোপকথনে বেরিয়ে এল মজাদার তথ্য।
২৮ বছরের মার্কিন গায়ক নিক জোনাসকে তাঁর স্ত্রী বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া জোনাস ‘ওল্ড ম্যান জোনাস’ অর্থাৎ ‘বুড়ো লোক’ বলে ডাকেন। এমনি এমনি না, এর পিছনে কারণও রয়েছে। খোলসা করলেন অভিনেত্রী। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আজও তিনি গল্ফ খেলেন, সিগার খান, আরও কত কী। যেন কোন যুগে জন্মেছেন তিনি!
একবিংশ শতাব্দীর সঙ্গে মানানসই দু’টি মাত্র অভ্যাস তাঁর রয়েছে। কুরস লাইট খেতে পারেন এবং ফুটবল দেখেন মাঝে মাঝে।