বুধবার, ০৩ মার্চ ২০২১, ০২:১০ পূর্বাহ্ন
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় স্বাগতিক নিউজিল্যান্ড। দলীয় শূন্য রানে বিদায় নেন মার্টিন গাপটিল। এরপর টিম শেফার্ট ফিরে যান ১ রান করে। অধিনায়ক কেন উইলিয়ামসনও বেশিদূর যেতে পারেননি। তার ব্যাট থেকে আসে ১২ রান। তবে চতুর্থ উইকেট জুটিতে রানের চাকা সচল রাখেন ডেভন কনওয়ে এবং গ্লেন ফিলিপস। ফিলিপস ৩০ রান করে ফিরে গেলেও অপরাজিত আছেন কনওয়ে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত কিউইদের সংগ্রহ ৪ উইকেটে ৯৪ রান। ক্রিজে ৪৭ রানে অপরাজিত আছেন কনওয়ে। নিশাম আছেন ১ রান নিয়ে। অজিদের হয়ে ড্যানিয়েল স্যামস নিয়েছেন ২টি উইকেট।
এ ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে অজি উইকেটরক্ষক-ব্যাটসম্যান জশ ফিলিপের