শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:৫৬ অপরাহ্ন

শাকিরার বিরুদ্ধে ১ কোটি ৭০ লাখ ডলার কর ফাঁকির মামলা

কলম্বিয়ান পপতারকা শাকিরার বিরুদ্ধে এক কোটি ৭০ লাখ ডলার কর ফাঁকির মামলা করেছে স্পেনের আদালত।

মামলার তদন্ত অনুযায়ী, গত ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত স্পেনে থাকাকালে কর দিতে ব্যর্থ হয়েছেন শাকিরা।

তার বিরুদ্ধে কর ফাঁকির ছয়টি অভিযোগ আনা হয়েছে, যা প্রমাণিত হলে তাকে কারাদণ্ড ভোগ করতে হবে।

স্পেনের কর আইন অনুযায়ী, ওই দেশে কেউ টানা ছয় মাস ধরে বাস করলে সে একজন ট্যাক্স রেসিডেন্ট হিসেবে গণ্য হবে এবং তাকে একজন সাধারন নাগরিকের মতো ট্যাক্স দিতে হবে।

তবে, শাকিরার আইনজীবী দাবি করছেন, ওই সময়ের মধ্যে তিনি টানা ছয় মাস স্পেনে অবস্থান করেছিলেন কিনা সে ব্যাপারে কোন প্রমাণ নেই। ওই সময়ে তিনি বাহামায় বাস করছিলেন বলে দাবি করেছেন শাকিরা।

এদিকে, মামলার তদন্তকারী কর্মকর্তা বলছেন, শাকিরা যে সময় স্পেনের বাইরে কাটিয়েছেন তা ছিল পেশাগত কারণে। তবে ওই সময় তিনি স্পেনে বসবাসকারী হিসেবেই গণ্য হবেন।

এছাড়াও, ওই সময়ে শাকিরা নিয়মিত বার্সেলোনায় নাচের ক্লাস ও হেয়ারড্রেসারের কাছে যেতেন বলে প্রমাণ পেয়েছেন তিনি।

২০১১ সাল থেকে শাকিরা স্পেনের ফুটবল তারকা জেরার্ড পিকের সাথে স্পেনে বসবাস করে আসছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com