শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:০৯ পূর্বাহ্ন

হাতে কোরান-গীতা: সুনাগরিক হওয়ার প্রতিশ্রুতি শাহরুখ-পুত্রের

হাজতে কাউন্সেলিং চলছে শাহরুখ পুত্র আরিয়ান খানের। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিক সমীর ওয়াংখেড়ের সঙ্গে কথা বলছেন তিনি। ভবিষ্যতে তিনি একজন দায়িত্বশীল নাগরিক হয়ে উঠবেন এবং দেশের জন্য কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।

৮ অক্টোবর থেকে বন্দিদশা চলছে আরিয়ানের। হাজতে তার সঙ্গে অনবরত কথা বলছেন সমীর। এনসিবির এই আধিকারিকই প্রমোদতরীর মাদক পার্টিতে ছদ্মবেশে গিয়েছিলেন। আরিয়ান এবং তাঁর সঙ্গীদের পরবর্তীকালে তিনিই গ্রেফতার করেছিলেন।

এনসিবি সূত্রে খবর সমীরকে আরিয়ান কথা দিয়েছেন, তিনি যা করেছেন, তার পুনরাবৃত্তি আর কখনও হবে না। আরিয়ান জনান, সে এক দিন এমন কিছু করবে, যাতে সবাই গর্বিত হবে।

সংবাদমাধ্যমকে সমীর বলেছেন, আমরা প্রতিদিন ওর সঙ্গে দুই তিন ঘণ্টা ধরে কথা বলছি। অভিযুক্তদের গীতা, কোরান, বাইবেলের মতো ধর্মীয় বইও দেওয়া হয়েছে জেলে। তালিকা থেকে বাদ পড়েননি আরিয়ানও।

জেলের জীবনযাপনে এখনও অভ্যস্ত হতে পারেননি আরিয়ান। সেখানকার খাবার খেতেও তাঁর অসুবিধা হচ্ছে বলে হাজত সূত্রে খবর। আপাতত আলাদা ব্যারাকে রাখা হয়েছে শাহরুখ-পুত্রকে। বাড়িয়ে দেওয়া হয়েছে নিরাপত্তাও।

সমীর ছাড়া বাকি কারও সঙ্গেই বিশেষ কথা বলছেন না আরিয়ান। একাধিক বার জামিনের আবেদন করেও ছাড়া পাননি। ২০ অক্টোবর ফের শুনানি হবে শাহরুখ পুত্রের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com