বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০২:২৩ পূর্বাহ্ন

আসছে মিথিলার বলিউড ছবি রোহিঙ্গা

মডেলিং দিয়ে যাত্রা শুরু তানজিয়া জামান মিথিলার। নির্বাচিত হয়েছেন মিস ইউনিভার্স বাংলাদেশ হিসেবেও। নানা চড়াই-উৎরাই পেরিয়ে নাম লিখিয়েছেন চলচ্চিত্রে, তবে দেশের কোনো সিনেমায় নয়, বলিউডের ছবিতে। নিজের প্রথম ছবি বলিউডের বলে মিথিলার উচ্ছ্বাসের মাত্রাটা একটু বেশিই। ‘রোহিঙ্গা’ নামের এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন হায়দার খান। ১৫ নভেম্বর বিশ্বব্যাপী অ্যাপল টিভিতে মুক্তি পাবে ছবিটি। মুক্তির তারিখ চূড়ান্ত হওয়ায় উচ্ছ্বসিত মিথিলা। দেশ রূপান্তরকে মিথিলা বলেন, ‘অনেক ভালো লাগছে। এটা আমার জন্য অনেক বড় একটা সুযোগ। আমি সত্যিই অনেক হ্যাপী। আমার বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন সবাই আমাকে নিয়ে প্রাউড ফিল করছে। আমার আসলে নায়িকা হওয়ার ইচ্ছে ছিল না। এই মুভিটা করার পর আমার মনে হয়েছে এখন আমি মডেলিং ছেড়ে নায়িকা হিসেবে কাজ করতে পারি। এটা আমার ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট।’

শ্যুটিংয়ের অভিজ্ঞতা জানতে চাইলে তিনি বলেন, ‘অনেক আগেই শ্যুটিং করেছি। এটি আমার প্রথম ছবি ছিল। ফলে আমি শুরুতেই অনেক ভয় পাচ্ছিলাম। তবে ওদের দিক থেকে ওরা একজন নতুন আর্টিস্ট হিসেবে আমাকে প্রচুর সাপোর্ট করেছে।’

ভিনদেশে গিয়ে কাজ করতে কোনো সমস্যা হয়েছে কি না? জবাবে তিনি বলেন, ‘এমনিতেই কোনো সমস্যা হয়নি। তবে পরিবারকে অনেক মিস করেছি। ভারতের গোয়াহাটিতে শ্যুটিং হয়েছে। ওখানে টানা এক মাস ছিলাম। ওই এলাকায় ইন্টারনেটও ছিল না। ২০১৯ সালের ডিসেম্বরে শ্যুটিং করেছি এই সিনেমায়।’

‘রোহিঙ্গা’ ছবিটি থান্ডার ড্রাগন প্রোডাকশনের ব্যানারে নির্মিত। মানালি ও ত্রিপুরাসহ ভারতের বেশ কয়েকটি স্থানে সিনেমাটির কাজ হয়েছে। রোহিঙ্গা ও হিন্দি- দুই ভাষাতে এর কাজ হয়েছে। এ জন্য রোহিঙ্গা ভাষাও রপ্ত করতে হয়েছে মিথিলাকে। এ বিষয়ে মিথিলা বলেন, ‘ভাষা নিয়ে খুব একটা সমস্যা হয়নি। কারণ শ্যুটিংয়ের আগেই ভাষা শিখে নিয়েছিলাম।’

নিজের চরিত্র নিয়ে তিনি বলেন, ‘এখানে মূল নায়িকা হিসেবে আমি একজন রোহিঙ্গা মেয়ের চরিত্রে অভিনয় করছি। আমার নাম হুসনে আরা। আমার বিপরীতে কাজ করছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। সে বলিউডে সালমান খানের সঙ্গে ‘রাধে’ মুভিতে ভিলেন হিসেবে কাজ করছে। আর শাহরুখ খানের সঙ্গে একটা সিনেমায় কাজ করতে যাচ্ছে। ‘রোহিঙ্গা’ মূলত লাভ স্টোরি। রোহিঙ্গা তরুণীটি একজন ইন্ডিয়ান আর্মি সদস্যের প্রেমে পড়ে যায়- সেটা নিয়েই গল্পটা।’ রোহিঙ্গা চরিত্রে অভিনয় করার প্রস্তুতির কথা জানতে চাইলে তিনি বলেন, ‘প্রস্তুতি বলতে আমাদের ছবিতে কয়েকজন রোহিঙ্গা কাজ করেছেন তাদের সম্পর্কে জেনেছি, তাদের সঙ্গে মিশেছি। এ ছাড়া রোহিঙ্গাদের নিয়ে পড়ালেখাও করেছি।’

বলিউডের আর কোনো ছবিতে কাজ করছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বলিউডের আর কোনো কাজ এই মুহূর্তে হাতে নেই। তবে একটা প্রজেক্ট নিয়ে কথা চলছে। সামনে ইন্ডিয়া গেলে সেটা নিয়ে হয়তো মিটিং হবে।’

‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০’ হিসেবে বিজয়ী হওয়ার পর ভ্রমণ নিষেধাজ্ঞায় ভিসা জটিলতাসহ বেশ কিছু কারণে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার আগে শেষ মুহূর্তে মূল প্রতিযোগিতা থেকে মডেল তানজিয়া জামান মিথিলার নাম প্রত্যাহার করে নেয় মিস ইউনিভার্স বাংলাদেশ কর্র্তৃপক্ষ। এ নিয়ে কোনো আফসোস আছে কি না জানতে চাইলে মিথিলা বলেন, ‘না ওটা নিয়ে কোনো আফসোস কাজ করে না। তবে যেতে পারলে ভালো হতো। কিন্তু নানা কারণেই যেতে পারিনি। না যেতে পারলে তো কিছু করার নেই। সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই।’ মিথিলা বলিউডের ছবির বাইরেও দেশি দুইটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন। তবে এই মুহূর্তে বিস্তারিত জানাতে চান না তিনি। শুধু এতটুকু বললেন ডিসেম্বর নাগাদ মহরত হতে পারে একটি ছবির। দুটি দুই প্রযোজনা প্রতিষ্ঠানের। একটা ছবির কাজ শুরু হবে জানুয়ারিতে, অপর ছবির কাজ শুরু হবে ফেব্রুয়ারিতে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com