সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:১৫ পূর্বাহ্ন

শাহজাহান-মমতাজের শয়নকক্ষে শাকিব-বুবলী

অনুমতি ছাড়াই শবনম-বুবলী সন্তান বীরকে মিডিয়ার সামনে আনাতে বেশ ক্ষিপ্ত হয়েছিলেন শাকিব খান। স্ত্রী বুবলীকে তালাক দেওয়ার হুমকিও দিয়েছিলেন। তবে এখন সেই রাগ কিছুটা কমেছে বলে জানা গেল বুবলীর কাছে।

কিছুদিন আগেও শাকিব খান তাঁর সাক্ষাৎকারে বুবলীর সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছিলেন।

বুবলী সন্তানসহ প্রকাশ্যে বিষয়টি মানতেও পারেননি বলে জানান অভিনেতা। তবে সম্প্রতি বুবলীর কথা থেকে বোঝা যাচ্ছে যে দুজনের বরফ গলতে শুরু করেছে।

সোমবার রাতে বুবলী শাকিব খানের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। ছবিটিকে মূল্যবান অভিহিত করে জানালেন, এটি ভারতে সম্রাট শাহজাহান এবং মমতাজের শয়নকক্ষে দুজনের একটি ছবি প্রকাশ করেন।

ছবির বিবরণ দিয়ে বুবলী লিখেছেন, ‘যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি এটি সম্রাট শাহজাহান এবং মমতাজের শোবার ঘর। বিয়ের পর শুটিংয়ে দুজনই খুব ব্যস্ত ছিলাম; কিন্তু তার ফাঁকেও খুব অল্প সময়ের জন্য ভারতের উত্তরপ্রদেশে আগ্রায় অবস্থিত ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন তাজমহল দেখতে নিয়ে গিয়েছিলেন উনি আমাকে। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com