বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১০:১৯ অপরাহ্ন
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নয় রূপ দেখতে যাচ্ছে বিশ্ববাসী। রাশিয়ার ভয়ানক নতুন কৌশলে আতঙ্কিত হয়ে পড়েছে ইউক্রেনীয় বাহিনী। তারা পাল্টা হামলার চালানোর পর কিছু সাফল্য পেলেও আবার পিছু হটতে শুরু করেছে। রাশিয়া তার সর্বশেষ এই কৌশল নিয়েছে যেন যুদ্ধে দ্রুত জয়লাভ করা সম্ভব। কিন্তু বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধ এত সহজে শেষ হবার নয়। কারণ বিশ্বের পরাশক্তিগুলো এই যুদ্ধের পেছনে কলকাঠি নাড়ছে।
জানা যায়, গত বছরের ২৪ ফেব্রুয়ারি সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ নামে আগ্রাসন শুরু করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরই মধ্যে ১৫ মাস পেরিয়ে গেছে যুদ্ধের। দীর্ঘ এই সময়ে যুদ্ধক্ষেত্রে বহু কৌশল ব্যবহার করেছে রুশ বাহিনী। যেগুলোর কিছু সফল হয়েছে; আবার কিছু ব্যর্থ হয়েছে।
এবার প্রকাশ্যে এল রুশ বাহিনীর নতুন ভয়ঙ্কর এক কৌশল। আর তা হল- ট্যাংকের ভেতর বিপুল বিস্ফোরক বোঝাই করে তা ইউক্রেনীয় সেনাদের কাছে পাঠানো এবং রিমোট কন্ট্রোলের মাধ্যমে দূর থেকে বিস্ফোরণ ঘটানো।