সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:১৮ পূর্বাহ্ন
ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ ব্যান্ড সংগীতের অনুষ্ঠান ‘মিউজিক্যাল এক্সপ্রেস’। শাহ জামান মিয়ার প্রযোজনায় অনুষ্ঠানটিতে উপস্থাপনা করেছেন নাহিদা আফরোজ সুমি।
ঈদের বিশেষ দুই পর্বের এ আয়োজনে গান গাইবে সাতটি ব্যান্ড। ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টায় থাকছে ফেরদৌস ওয়াহিদ ও তার দল, আভাস, বিন হাই ব্যান্ড এবং কিশোর অ্যান্ড ফ্রেন্ডস ব্যান্ডের পরিবেশনা। তৃতীয় দিন সন্ধ্যা ৭টায় গাইবে লালন ব্যান্ড, মেঘদল ও এফ মাইনর।