সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৯:১৭ পূর্বাহ্ন

ইন্টেলের বিনিয়োগ পেতে যেভাবে এগিয়েছে পোল্যান্ড

পোল্যান্ডের তৃতীয় বৃহৎ নগরী ব্রতসোয়াফে চিপ উৎপাদন কারখানা স্থাপন করতে যাচ্ছে ইন্টেল ইনকরপোরেশন। এজন্য ৪৬০ কোটি ডলার বিনিয়োগ করা হচ্ছে। অঞ্চলটিতে অবকাঠামোগত উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতিতে ব্যয় করা হবে বরাদ্দকৃত অর্থ। সম্প্রতি এমনটিই ঘোষণা এসেছে ইন্টেলের পক্ষ থেকে। খবর রয়টার্স।

ইউরোপে সেমিকন্ডাক্টরের সংকট সম্প্রতি তীব্র আকার ধারণ করেছে। ফলে এশিয়ার দেশেগুলোর ওপর নির্ভরতা কমাতে খাতটির উন্নয়নে ঝুঁকছে পশ্চিমা দেশগুলো। সে সুযোগ কাজে লাগাচ্ছে ইন্টেল। চিপ প্রস্তুতকারক মার্কিন প্রতিষ্ঠানটি ব্রতসোয়াফে ৪৬০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে সেমিকন্ডাক্টর উৎপাদনের কাজ শুরু করবে প্রতিষ্ঠানটি। পোল্যান্ডের অন্তত ছয়জন সরকারি কর্মকর্তা আগেই এ বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। তারা জানান, ছোট্ট শহরটিতে পোল্যান্ডের ইতিহাসে অন্যতম বড় বিনিয়োগের ঘটনা ঘটতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com