শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৬:৩২ অপরাহ্ন
প্রযুক্তি খাত বিশেষ করে কম্পিউটিংয়ের ভবিষ্যৎ থাকবে সুপারকম্পিউটারের নিয়ন্ত্রণে। এদিক থেকে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন (আইবিএম) অনেকটাই এগিয়েছে। মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট কোয়ান্টম সুপারকম্পিউটার তৈরিতে প্রথম মাইলফলক স্পর্শ করার দাবি জানিয়েছে। আগামী এক দশকের মধ্যে কোম্পানিটি নিজস্ব কোয়ান্টাম সুপারকম্পিউটার তৈরির কথা জানিয়েছে। খবর টেকরাডার।
আয়রন ও সিলিকন এজের মাধ্যমে যে পরিবর্তন এসেছে তার তুলনায় কোয়ান্টাম কম্পিউটিং আরো বড় প্রভাব বিস্তার করবে বলে ধারণা সংশ্লিষ্টদের। এটি দৈনন্দিন জীবনযাপন, প্রতিদিনের যাতায়াত ব্যবস্থাসহ সব দিকে পরিবর্তন আনবে। এটি ইভি খাতের জন্য ব্যাটারির সক্ষমতায় আরো পরিবর্তন আনবে। এছাড়া ফার্মাসিউটিক্যাল খাতে আরো ভালো ও কার্যকর ওষুধ তৈরিতে সহায়তা করবে।