শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৬:১৬ পূর্বাহ্ন
তিন বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ক্যাসিনো’ সিনেমা। এ সিনেমা দিয়েই প্রথমবারের মত শাকিব খান বলয়ের বাইরে গিয়ে চিত্রনায়ক নিরবের বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা শবনম বুবলী।
২০১৯ সালে বাংলাদেশে অবৈধভাবে গড়ে ওঠা ক্যাসিনো ব্যবসায় প্রশাসনের অভিযান এবং দেশে মানি লন্ডারিংয়ের বিষয় উঠে এসেছে সিনেমার গল্পে। একজন গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবে দেখা যাবে নিরবকে।
নিরব জানালেন, ক্যাসিনো বিগ বাজেটের ফিল্ম। ঈদের দিন যারা সিনেমাটি দেখবেন তারা হল থেকে বের হয়ে প্রশ্ন করবেন কি দেখলাম! দ্বিতীয়বারও ছবিটি দেখতে চাইবেন তারা।’
তিনি বলেন, দর্শক একটা উন্মাদনা নিয়ে হল থেকে বের হবেন। সিনেমাটির গল্প ও নির্মাণ সমসাময়িক মনে হবে।’
বুবলীর ভাষ্য, ‘আমি টানা প্রায় পাঁচ বছর শাকিব খানের সঙ্গে কাজ করেছি। সেই টিমের বাইরে প্রথমবার নিরব ভাইয়ের সঙ্গে কাজ করা। সবকিছু মিলিয়ে এই টিমেও পারিবারিক আবহ ছিল, তাই যুক্ত হওয়া। আর নিরব ভাইয়ের সঙ্গেও খুব ভালো রসায়ন হয়েছে। যদিও এটা রোমান্টিক ছবি না, অ্যাকশন-থ্রিলার ছবি। তবে রোমান্টিক দৃশ্য আছে। ছবিটা নিয়ে প্রত্যাশা অবশ্যই অনেক বেশি। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। যারা ব্যতিক্রম কনটেন্ট দেখতে চান, তাদেরকে হলে গিয়ে ছবিটা দেখার আহ্বান জানাই।’
সরওয়ার রাজিবের প্রযোজনায় ‘ক্যাসিনো’ নির্মাণ করেছেন সৈকত নাসির। গল্প লিখেছেন আবদুল্লাহ জহির, চিত্রনাট্য আসাদ জামানের। নিরব-বুবলী ছাড়া এত আরও অভিনয় করেছেন তাসকিন, রিয়েলি প্রমুখ।