বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন

করোনা পরবর্তী রোগীদের ফুসফুসের পুর্নবাসনের উপর গবেষণা

কোভিড-১৯ পরবর্তী রোগীগের ফুসফুসের পুর্নবাসনের উপর গবেষণা অনুষ্ঠিত হয়েছে। যাদের ইনফেকশণ ভাল হওয়ার ১২ সপ্তাহ পরেও শ্বাসযন্ত্রের উপসর্গ (অবসাদ, পরিশ্রমমূলক শ্বাসকষ্ট ইত্যাদি) বিদ্যমান তাদের উপর পরিচালিত হচ্ছে এ গবেষণা। বিভিন্ন ব্যায়ায়ের পাশাপাশি কোভিড-১৯ এবং পরবর্তী জটিলতা সম্বন্ধে অবগত করার সাথে সাথে শারীরিক ক্রিয়াকলাপ, টিকাদান, ধূমপানের বিরূপ প্রভাব সম্পর্কে অবহিত করা হচ্ছে এবং ধূমপান ত্যাগ করার জন্য উৎসাহিত করা হচ্ছে।

একজন মনোবিজ্ঞানী অংশগ্রহণকারীদের পৃথকভাবে এবং গ্রুপ থেরাপির মাধ্যমে মানসিক শক্তি বৃদ্ধি করতে কাজ করছেন। এছাড়াও একজন পুষ্টিবিদ তাদের চাহিদা অনযায়ী পুষ্টি সংক্রান্ত পরামর্শ দিচ্ছেন।

গত (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় গবেষণা কার্যক্রম পরিচালনা কমিটির এক সভা বিএসএমএমইউতে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ মনিরুজ্জামান খান। এছাড়াও উপস্থিত ছিলেন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ও সাবেক সভাপতি ও পরিচালনা বোর্ড, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ড. মো. কিসমাতুল আহসান, অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ, চেয়ারম্যান, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), অধ্যাপক ডা. একেএম খুরশিদুল আলম, অধ্যাপক, ইউরোলজি বিভাগ, বিএসএমএমইউ, অধ্যাপক ডা. মো. হারিসুল হক, অধ্যাপক ও ডিভিশন প্রধান (ক্লিনিক্যাল কার্ডিওলজি), জ্যৈষ্ঠ গবেষক, আইআরবি, বিএসএমএমইউ, অধ্যাপক আতিকুল হক, ডীন, প্রিভেনটিভ মেডিসিন, বিএসএমএমইউ, অধ্যাপক ডা. একেএম জাহিদ হোসেন, চেয়ারম্যান, শিশু সার্জারি বিভাগ, গৌর কুমার মিত্র (পরিচালক অর্থ ও হিসাব), বিএসএমএমইউ, ডা. শামীম আহমেদ, সহযোগী অধ্যাপক, রেসপিরেটরি মেডিসিন বিভাগ, বিএসএমএমইউ, ডা. রাজাশিষ চক্রবর্তী, সহযোগী অধ্যাপক, রেসপিরেটরি মেডিসিন বিভাগ, বিএসএমএমইউ, ডা. সম্প্রীতি ইসলাম, সহকারী অধ্যাপক, রেসপিরেটরি মেডিসিন বিভাগ, বিএসএমএমইউ, ডা. জোবায়দা চৌধুরী, ডা. মানাল মিজানুর রহমান ও গবেষণা পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

উক্ত গবেষণা প্রকল্পটির প্রধান গবেষক অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান গবেষণার তথ্য-উপাত্ত এবং পরিকল্পনা উপস্থাপন করেন। সভায় গবেষণার সামগ্রিক অগ্রগতি আলোচনা ও পরবর্তী দিকনির্দেশনা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com