শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন

লাইন্সেসবিহীন হাসপাতাল বন্ধ রাখার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

লাইন্সেস নেই এমন হাসপাতাল ও ক্লিনিক বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। নইলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে সচিবালয়ের নিজ কার্যালয়ে এ নির্দেশ দেন সদ্য দায়িত্বপ্রাপ্ত এ মন্ত্রী।

এ সময় হুঁশিয়ারি দিয়ে সামন্ত লাল সেন বলেন, সারা দেশে যেসব হাসপাতাল ক্লিনিকের লাইসেন্স নেই সেগুলো বন্ধ রাখতে হবে। অন্যথায় কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ইউনাইটেড হাসপাতালে এক শিশুর মৃত্যুর ঘটনা নিয়েও এ সময় মন্তব্য করেন সামন্ত লাল।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশু আয়ানের মৃত্যুতে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম বন্ধ করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত হচ্ছে, তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com