মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন
৮ মে ২০২৪ তারিখে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা দু দিনের সফরে ঢাকায় আসেন। জুলাই মাসে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন তিনি। এছাড়া পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত এবং পররাষ্ট্র সচিবের সাথে দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। ৯ মে তিনি দেশে ফিরে গেছেন। প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ করতে যেদিন ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় এসেছেন, সেদিনই ভারতীয় বিএসএফ পঞ্চগড়ের তেতুলিয়া সীমান্তে দুজন বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে।