শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:২৭ পূর্বাহ্ন

টুইটার থেকে বিজেপি মুছে ফেলল অমিতের বিতর্কিত মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক, নগরকন্ঠ.কম : এনআরসি সংক্রান্ত অমিত শাহের একটি বিতর্কিত মন্তব্য টুইটার থেকে মুছে ফেলেছে বিজেপি। কেন এই টুইট সরিয়ে নেয়া হয়েছে, বিজেপির পক্ষ থেকে কোনও ব্যাখ্যা দেয়া হয়নি।

অমিত শাহ ১১ এপ্রিল দার্জিলিংয়ে সভা করতে এসে এনআরসি করার কথা সজোরে ঘোষণা করেন। তিনি জানিয়েছিলেন, বৌদ্ধ, হিন্দু এবং শিখ শরণার্থী ছাড়া সমস্ত অনুপ্রবেশকারীকে দেশ থেকে বিদায় করা হবে।

এরপর বিজেপির টুইটার হ্যান্ডলে অমিত শাহের সেই মন্তব্য ফলাও করে পোস্ট করা হয়। ‘আমরা সারা দেশে এনআরসি রূপায়ণ করবই। হিন্দু, বৌদ্ধ এবং শিখ ছাড়া প্রত্যেক অনুপ্রবেশকারীকে আমরা তাড়াব’। টুইটটি এখন মুছে দিয়ে কোনও লাভ নেই বলে ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন।
টুইটারে তিনি লেখেন, ‘বিজেপির আইটি সেল টুইট মুছে দিতেই পারে। কিন্তু সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সব রাজ্যে এনআরসি হবেই। তা মুছতে পারবে না ওরা।’ খবর আনন্দবাজারের।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com