শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৭:২৭ অপরাহ্ন

শরীফুলের জোড়া সাফল্যে ধুঁকছে আফগানিস্তান

চতুর্থ দিনের প্রথম সাফল্য আসে পেসার ইবাদত হোসেনের হাত ধরে। দুর্দান্ত লাইন। দুর্দান্ত এক ডেলিভারিতে তেমন কিছু করার ছিল না নাসির জামালের। অফ স্টাম্পে গুডলেংথ থেকে লাফিয়ে ওঠা বলে শুধু খোঁচাই দিতে পারলেন নাসির। দিনের ১৫তম বলে প্রথম আঘাত করলেন ইবাদত।

পরের উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশের। শরীফুলের বলে ফিরতে হলো আফসার জাজাইকে। সেশনের এক ঘণ্টা না পেরোতেই আরও ৩ উইকেট নেই আফগানিস্তানের। এবার শরিফুলের মিডল স্টাম্পে পিচ করা বাউন্সার লাইন ধরে রেখে বেরিয়ে যাচ্ছিল অফ স্টাম্প দিয়ে। ব্যাট এগিয়ে খোঁচা মারেন বাহির শাহ। কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারেননি। বল চলে যায় তৃতীয় ¯িøপে দাঁড়ানো তাইজুল ইসলামের হাতে।

১৩ বলে ৭ রান করে আউট অভিষিক্ত বাহির। ৫ উইকেটে হারিয়ে ধুঁকছে আফগান শিবির।

এর আগে শরীফুলের রাউন্ড দ্য উইকেট থেকে করা বলটিতে এজড হয়েছেন আফসার, ক্যাচ গেছে তৃতীয় ¯িøপ থেকে একটু সরে থাকা মেহেদী হাসান মিরাজের কাছে। আফসার ফিরেছেন ১২ বলে ৬ রান করে, আফগানিস্তান চতুর্থ উইকেট হারিয়েছে ৬৫ রানে। অভিষিক্ত বহির শাহ এসেছেন রহমতকে সঙ্গ দিতে।

দলীয় ৪৫ রানে দিন শুরু করে আফগানিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ৯৭ রান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com