বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:২৪ পূর্বাহ্ন
নারীপাচারকে কেন্দ্র করে গ্রাম ও শহরের দুই নারীর শেকল ভাঙার গল্প নিয়ে তৈরি করা হয়েছে ‘মেঘনা কন্যা’ সিনেমাটি । নির্মাতা ফুয়াদ চৌধুরীর মতে, নারী পাচারের মতো একটি কঠিন বিষয়ের সঙ্গে গ্রামীণ পটভূমিতে বলা সিনেমাটির গল্পে রয়েছে দর্শকের জন্য পর্যাপ্ত বিনোদন। পর্দায় নানা রকমের সামাজিক বাধার সম্মুখীন হওয়া ভিন্ন দুটি অবস্থানের নারীর মাধ্যমে বলা হয়েছে স্বপ্ন পূরণের গল্প।
আনোয়ার আজাদ ফিল্ম‘স ও এস জে মোশনস পিকচার্স প্রযোজিত চলচ্চিত্রটির সহযোগিতায় রয়েছে সুইজারল্যান্ড এবং টেলিভিশন পার্টনার দীপ্ত টিভি। কানাডার টরন্টোর এটি স্থানীয় মাল্টিপ্লেক্সে গত ১৫ অক্টোবর “মেঘনা কন্যা” র প্রদর্শনী হয়