সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন

সামান্থার দুর্বলতার সুযোগ নিয়েছেন চিকিৎসক

বলিউড সেনসেশন সামান্থা রুথ প্রভুকে একহাত নিয়েছেন চিকিৎসক সিরিয়াক অ্যাবি ফিলিপস। তিনি চিকিৎসাজগতে ‘দ্য লিভার ডক’ নামেও পরিচিত। এবার তার রোষের মুখে পড়লেন সামান্থার চিকিৎসক জোকার্সও। শনিবার সামাজিকমাধ্যমে পোস্ট করে সামান্থাসংক্রান্ত বিষয়ে চিকিৎসক জোকার্সকে জালিয়াত বলেও মন্তব্য করেন সিরিয়াক অ্যাবি ফিলিপস।

এর আগে গত শুক্রবার এ বিষয় কেন্দ্র করে সামান্থার সঙ্গে বাগ্যুদ্ধ নামেন চিকিৎসক সিরিয়াক। শনিবারও ফের কড়া ভাষায় এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন তিনি। শুক্রবারের পোস্টে সামান্থার উপরে ক্ষোভ উগরে দিয়ে চিকিৎসক সিরিয়াক অ্যাবি ফিলিপস দাবি করেছিলেন, সামান্থা স্বাস্থ্যের বিষয়ে চিকিৎসক জোকার্স কিছুই জানেন না। এভাবে প্রকাশ্যে চিকিৎসা ও পরামর্শ দেওয়া রীতিমতো অপরাধ। তার শাস্তি হওয়া উচিত বলেও দাবি করেন তিনি।

ফুসফুসসংক্রান্ত সমস্যার জন্য হাইড্রোজেন প্রি-অক্সাইড নেবুলাইজেশন ব্যবহারের কথা বলেছিলেন দক্ষিণী অভিনেত্রী। কিন্তু তার পরেই চিকিৎসক সিরিয়াক অ্যাবি ফিলিপস বলেন, এই চিকিৎসা পদ্ধতি ভুল এবং এতে শরীরে কুপ্রভাব পড়তে পারে।

সামান্থার তরফে এভাবে প্রকাশ্যে নেবুলাইজেশন ব্যবহারের পরামর্শ দেওয়াকে তিনি রীতিমতো অপরাধ বলেও মনে করেন। সিরিয়াক অ্যাবি ফিলিপস আরও বলেন, এসব কথা তার মনগড়া নয়; তার চিকিৎসক তাকে যে পরামর্শ দিয়েছেন, সেই অনুযায়ী কথা বলেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com