বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন

ইমন-মম ও সূচনাকে নিয়ে অঞ্জন আইচের কানামাছি

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : প্রথম সিনেমা ‘আগামীকাল’ মুক্তির আগেই এবার দ্বিতীয় সিনেমা ‘কানামাছি’ নির্মাণ করার ঘোষণা দিলেন ছোট পর্দার জনপ্রিয় পরিচালক অঞ্জন আইচ।

জনপ্রিয় অভিনেতা ইমনের সঙ্গে এবার একসঙ্গে জুটি বাঁধছেন মম ও সূচনা। এছাড়াও অভিনয় করবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান, আরফান আহমেদ, ফারুক আহমেদ, টুটুল চৌধুরী, মাহবুব শাহীন প্রমুখ।

বিডি বক্স মাল্টিমিডিয়া প্রযোজিত ‘কানামাছি’ চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অঞ্জন আইচ নিজেই।

অঞ্জন আইচ বলেন, ‘দীর্ঘদিন আমি টেলিভিশন নাটকের পরিচালনা করছি। প্রায় ২শ’র অধিক নাটক-টেলিফিল্ম বানিয়েছি। চলচ্চিত্র বানানো আমার স্বপ্ন। একটু একটু করে সঞ্চিত অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাতে চাই এই সিনেমায়। আমার প্রথম সিনেমা ‘আগামীকাল’ এখনো মুক্তি পায়নি। শুটিং শেষ, এডিটিংয়ের কাজ শেষ পর্যায়ে। আশা করি দর্শকদের মন ছুয়ে যাবে। বরারবরের মতো ‘কানামাছি’ তেও থাকছে ইমন ও সূচনা।’

ইমন ও সূচনার প্রশংসা করে তিনি বলেন, ‘তারা দুজনেই খুব ভাল অভিনেতা, তাদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি, কোনো প্যারা নাই। আমি যেভাবে চাই, ঠিক সেভাবেই তারা অভিনয়ের ডেলিভারি দেয়। আর গল্পের প্রয়োজনেই তাদেরকে এই সিনেমায় নিতে হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আন্তরিকতা। তাদের মধ্যে আন্তরিকতার কোনো ঘাটতি নেই।’

অঞ্জন আইচ বলেন, ‘দীর্ঘদিন ধরে এ ছবির গল্প, চরিত্র ও শুটিং লোকেশন নিয়ে কাজ করেছি। গল্পটি কমেডি ও ভ্রমণ নিয়ে, সঙ্গে থাকবে রহস্য। সবাই পরিবারসহ হলে গিয়ে সিনেমাটি দেখতে পারবে। দর্শকদের মন ছুঁয়ে যাওয়ার মতো একটি চলচ্চিত্র উপহার দিতে পারব বলে আমার বিশ্বাস।’

আগামী মার্চ থেকে নেপালের মনোরম পরিবেশে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানান পরিচালক। এছাড়া সিনেমাটির কিছু অংশ বাংলাদেশেও ধারণ করা হবে।

নায়ক ইমন বলেন, ‘সবচেয়ে বড় কথা প্রায় একই টিম নিয়ে স্বল্প বিরতির পর আবারও আমরা একসঙ্গে কাজ করতে যাচ্ছি। এবারের গল্পের থিমটাও বেশ। শুনেই আমার মজা লেগেছে। কমেডি ঘরানার গল্প হলেও এতে বিশেষ কিছু বার্তা থাকবে।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com